
৳ ২৮০ ৳ ২১০
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত ছাড়





‘ডাহুকের সংসার’ উপন্যাসে চিরায়ত গ্রামবাংলার সবুজ-শ্যামল প্রকৃতিতে প্রাণের উচ্ছ্বাস ও জীবনের জয়গান উপস্থাপিত হয়েছে। সেই সঙ্গে পাখি শিকারকে নিরুৎসাহিত করে প্রকৃতির নিবিড়তার সঙ্গে শিশু-কিশোর পাঠককে পরিচয় করিয়ে তাদের মনে প্রকৃতি প্রেম ও প্রকৃতি বোধ জাগিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। প্রকৃতিই যে একমাত্র উদার উন্মুক্ত জ্ঞানভাণ্ডার গল্পচ্ছলে তা বর্ণিত হয়েছে। সারকথা হলো-জীবন চলার পথ কুসুমাস্তীর্ণ নয়, জীবনপথ কণ্টকাকীর্ণ। শত ঘাত-প্রতিঘাত ও চড়াই-উতরাই পেরিয়ে জীবনে বিজয় ছিনিয়ে আনতে হয়। মানুষের যেমন জীবন থাকে, তেমনি পাখিদেরও। পাখিজীবনও নানা ঝড়-ঝঞ্ঝাট পূর্ণ। ডাহুক দম্পতি একদিন একটা এঁদো ডোবায় এসে বাসা তৈরি করে। ডাহুকি সেই বাসায় ডিম পাড়ে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ডাহুকটি প্রিয় ছানাদের মুখ দেখার আগেই শিকারির ফাঁদে আটকা পড়ে যায়। এদিকে ডাহুকির ডিম ফুটে ছানা বের হয়। ছানাদের নিয়ে সে স্বপ্নে বিভোর হয়ে পড়ে। একদিন তার ছানারা বড়ো হবে। তার সাথে ডানা মেলে আকাশে ওড়াউড়ি করবে। আর তাকে মা বলে ডাকবে। কিন্তু কদিন পরই ওদের লালনপালন নিয়ে ডাহুকি বড়ো বেকায়দায় পড়ে যায়। সাপ, ব্যাঙ, চিল, রাক্ষুসে শোল মাছ, ফিঙে পাখি, গুইসাপ, বাজ, অজগর ও নেউলের মতো অনেক শত্রু ও নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তাকে। কিন্তু ডাহুকি এসব প্রতিক‚লতায় মোটেও ধৈর্যহারা হয়নি। হাল ছেড়ে দেয়নি। বরং অবিচল ধৈর্য ধারণ করে জীবন পথের সকল প্রতিকূলতা ডিঙ্গাতে সচেষ্ট হয়। ডাহুকির ছানাগুলোও মায়ের মতোই প্রতিক‚লতা জয় করতে শিখে নেয়। জীবন-সংহারী সকল বাধা অতিক্রম করে ছানাগুলো ধীরে ধীরে বড়ো হতে থাকে। ওদের শরীরে পালক গজায়। বেঁচে থাকার জন্য তারাও ওড়াউড়ি রপ্ত করে নেয়। তারপর একদিন সকলে মিলে ডানা মেলে মুক্তির আনন্দে মেতে ওঠে। যেখানে নেই কোনো জীবন-সংহারী শত্রু, নেই কোনো অশান্তি ও উপদ্রব এমনি কোথাও তারা যাত্রা করে। ডাহুক পাখি এবং ছানাদের যাপিত জীবনের নানাদিক কেন্দ্র করেই মূলত জসীম আল ফাহিমের ডাহুকের সংসার উপন্যাসের ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে।
Title | : | ডাহুকের সংসার |
Author | : | জসীম আল ফাহিম |
Publisher | : | সময় প্রকাশন |
Edition | : | 1st Published, 2024 |
Number of Pages | : | 120 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
জসীম আল ফাহিম জন্ম ১৯৭৯ সালের ৩১ আগস্ট। পৈত্রিক নিবাস সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামে। পিতা মোহাম্মদ আবদুল হাবিজ। মাতা ফাতেমা বেগম। লেখালেখি করেন ছোটবেলা থেকেই। গল্প লিখেন। উপন্যাস লিখেন। ছড়া-কবিতা লিখেন। বর্তমানে তিনি লিডিং ইউনিভার্সিটি সিলেটে কর্মরত। লেখালেখির স্বীকিৃতিস্বরূপ জসীম আল ফাহিম ইউনিসেফ কর্তৃক ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০০৭’ এবং কেন্দ্রিয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট কর্তৃক ‘কেমুসাস তরুণ সাহিত্য পদক ২০০৯’ অর্জন করেন। শিশুকিশোরদের জন্য তার প্রকাশিত বই গল্পগ্রন্থ: ফুলখুকি, ঘাসফড়িঙের জন্মদিন, দুষ্টুমামা মিষ্টিমামা, পরীকুমার, জলপরী, কাঠবিড়ালী পিংকি, ছয় ডিটেকটিভ, কল্পমেঘের গল্প, ফুল পাখি আর প্রজাপতি, ঝিনুক কুমার, শিল্পী পাখি, পিউ আর পরীরানী এবং আবীরের গল্প। উপন্যাস: ভূচং ও চূচং, আনুপাগলীর মুক্তিযুদ্ধ এবং তৃণলতা।
If you found any incorrect information please report us